ইন্ডিয়া জোটের কিছু খামতি নিয়ে এবার খোলাখুলি বললেন সঞ্জয় রাউত- কি বললেন তিনি?

ইন্ডিয়া জোট নিয়ে এবার কি বললেন সঞ্জয় রাউত?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
sanjay rautty1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে একসঙ্গে জোট বেঁধে বিজেপি ও এনডিএ-এর বিরুদ্ধে লড়াই করেছে ইন্ডিয়া জোট। তবে রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতে ইন্ডিয়া জোটকে একত্রে খুব একটা দেখা যায় না। এবার ইন্ডিয়া জোটের কিছু খামতি নিয়ে শিবসেনা ইউবিটি এমপি সঞ্জয় রাউত নিজের মন্তব্য সামনে রাখলেন।

তিনি বলেছেন, "ইন্ডিয়া জোটকে বাঁচানোর দায়িত্ব কংগ্রেস দলের। এটা সত্য যে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল এবং নির্বাচনের পরে ভারত জোটের একটি বৈঠকও হয়নি। আমরা এখন পর্যন্ত ইন্ডিয়া জোটের আহ্বায়ক ঘোষণা করতে পারিনি, যদি আমাদের একটি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় তবে আমাদের এই সমস্ত বিষয় মাথায় রাখতে হবে।" লোকসভা নির্বাচনে অসাধারণ ফল করে ইন্ডিয়া জোট। এনডিএ বিরোধী শক্তি হিসাবে ইন্ডিয়া জোটের দিকে তাকিয়ে ছিলেন বহু সাধারণ মানুষ। ফলে বর্তমানে ফের ইন্ডিয়া জোট একত্রিত হয়ে রাজনীতির ময়দানে আসার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।