দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে সমূলে উৎপাটন করুন, নির্বাচনের আগে দিল্লিকে কটাক্ষ ধামীর

দিল্লি বিধানসভা ভোটের (Delhi Assembly Election) আগে বড় বার্তা উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর (Pushkar Singh Dhmai)। কী বললেন তিনি?

author-image
Jaita Chowdhury
New Update
Pushkar Singh Dhami

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা ভোটের (Delhi Assembly Election) আগে বড় বার্তা উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর (Pushkar Singh Dhmai)। এদিন তিনি বলেন, "দিল্লির সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে সমূলে উৎপাটন করতে এবং জাতীয় রাজধানীতে সুশাসন ও অগ্রগতির প্রবাহ আনতে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসুন এবং ভোট দিন। আপনার একটি ভোট শুধু গণতন্ত্রের ভিতই মজবুত করবে না, দিল্লির উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবে।