নিজস্ব সংবাদদাতা: পয়লা বৈশাখের (Poila Boisakh) আগে চৈত্র সংক্রান্তির দিন ঘরদোর সাফ করে থাকে বাঙালি। কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখুন।
১. কীভাবে ঘরদোর সাফ করবেন, তা আগে থেকে প্ল্যান করলে কাজ হয় দ্রুত। ১০-১৫ মিনিট সময় লাগে প্ল্যানিংয়ে। কোন ঘরের কী সাফ করবেন, কী সরাবেন, কবে কোনটা করবেন — এই তিনটে পরিকল্পনা সেরে ফেলুন।
২. আলমারি খুললেই ছিঁড়ে যাওয়া বা অব্যবহৃত জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। চৈত্র মাসেই বিদায় জানান। ছিঁড়ে যাওয়া জিনিস ঘরে রাখা অমঙ্গল।
৩. ঘরদোর পরিষ্কার করার পাশাপাশি পোকামাকড়, আরশোলা, ইঁদুরের উৎপাত থাকলে কোনায় কোনায় রাসায়নিক ছড়িয়ে দিন।