পয়লা বৈশাখে কেন গজাননের আরাধনা করা হয়?

আর হাতে গোনা কয়েকটাদিন। বাঙালির দোরগোড়ায় কড়া নাড়ছে নববর্ষ। এদিন দেবতা গণেশের পুজো হয় বাঙালির ঘরে-ঘরে ও ব্যবসার জায়গায়। কেন জানেন?

author-image
Shroddha Bhattacharyya
New Update
dffghvbn

নিজস্ব সংবাদদাতা: ১ বৈশাখ মানে বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটিকে 'পয়লা বৈশাখ' বলা হয়।  নববর্ষের প্রথমদিনে বাঙালি, শ্রী গণেশের আরাধনা করে স্বাগত জানায় নতুন বছরকে। কিন্তু বছরের প্রথম দিনই গণেশ পুজো কেন করা হয়?

Top 5 Must-Visit Places For A Vibrant Ganesha Chaturthi Celebrations In  Mumbai | HerZindagi

হিন্দুশাস্ত্র মতে, মহেশ্বর ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। গণেশ মাতা পার্বতীর স্নানঘর পাহারায় নিযুক্ত ছিলেন। ভোলা মহেশ্বর সেখানে ঢুকতে গেলে গণেশ তাঁকে বাধা দেন।

Lord Ganesh: The Lord of New Beginnings

আর এই বিবাদে নিজের ত্রিশূল দিয়ে গণেশের শিরচ্ছেদ করেন দেবাদিদেব মহাদেব। পরবর্তীকালে মাতা পার্বতীর কথা শুনে গণেশের মাথায় হস্তীর মাথা বসানো হয়। গণেশের পুনর্জন্মের পর মাতা পার্বতী গণেশকে আশীর্বাদ দেন যে, দেবকূলে সবার পূজার আগে গণেশের পুজো হবে। আর তাছাড়া গণেশ হলেন 'বিঘ্নহর্তা'। অর্থাৎ ভক্তদের সকল বিপদ থেকে দূরে রাখেন তিনি। গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। এসব কারণেই বছরের প্রথম দিন মনোবাঞ্ছা পূরণের জন্য ও শ্রী-সমৃদ্ধির জন্য গজাননের পুজো করা হয়।