নিজস্ব সংবাদদাতা: ১ বৈশাখ মানে বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটিকে 'পয়লা বৈশাখ' বলা হয়। নববর্ষের প্রথমদিনে বাঙালি, শ্রী গণেশের আরাধনা করে স্বাগত জানায় নতুন বছরকে। কিন্তু বছরের প্রথম দিনই গণেশ পুজো কেন করা হয়?
হিন্দুশাস্ত্র মতে, মহেশ্বর ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। গণেশ মাতা পার্বতীর স্নানঘর পাহারায় নিযুক্ত ছিলেন। ভোলা মহেশ্বর সেখানে ঢুকতে গেলে গণেশ তাঁকে বাধা দেন।
আর এই বিবাদে নিজের ত্রিশূল দিয়ে গণেশের শিরচ্ছেদ করেন দেবাদিদেব মহাদেব। পরবর্তীকালে মাতা পার্বতীর কথা শুনে গণেশের মাথায় হস্তীর মাথা বসানো হয়। গণেশের পুনর্জন্মের পর মাতা পার্বতী গণেশকে আশীর্বাদ দেন যে, দেবকূলে সবার পূজার আগে গণেশের পুজো হবে। আর তাছাড়া গণেশ হলেন 'বিঘ্নহর্তা'। অর্থাৎ ভক্তদের সকল বিপদ থেকে দূরে রাখেন তিনি। গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। এসব কারণেই বছরের প্রথম দিন মনোবাঞ্ছা পূরণের জন্য ও শ্রী-সমৃদ্ধির জন্য গজাননের পুজো করা হয়।