নিজস্ব সংবাদদাতা: আসছে বাংলা নববর্ষ। বাঙালির ক্যালেন্ডারে এই নতুন বছর উদযাপন আলাদা স্বাদ এনে দেয়। কবে পড়ছে চলতি বছরের নববর্ষ? দেখে নিন পয়লা বৈশাখের তারিখটি। এখন চলছে ১৪২৯ সাল। এরপর চৈত্র পার হলেই পড়বে ১৪৩০ সাল।
সাধারণত দেখা যায়, পয়লা বৈশাখ ১৪ এপ্রিলই পড়ে। চলতি বছরেও সেটাই রয়েছে। বাংলা ক্যালেন্ডারের ১৪৩১ সালের প্রথম দিনটি পড়ছে ১৪ এপ্রিল ইংরেজি ক্যালেন্ডার অনুসারে।