নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৯তম অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপুঞ্জে 'সামিট অফ দ্য ফিউচার'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ আমি এখানে মানবতার ছয় ভাগের এক ভাগ মানুষের কণ্ঠস্বর নিয়ে এসেছি। আমরা ভারতে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি এবং আমরা দেখিয়েছি যে নিরন্তর উন্নয়ন সফল হতে পারে। আমরা গ্লোবাল সাউথের সাথে সাফল্যের এই অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত।"
এছাড়া, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদী আরও বলেন, "মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তির মধ্যে রয়েছে, যুদ্ধক্ষেত্রে নয়। বিশ্ব শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। সংস্কারই প্রাসঙ্গিকতার চাবিকাঠি।"