অগ্নিপথ প্রকল্প, সেনাবাহিনীকে তরুণ করে তোলার লক্ষ্য! জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি উদাহরণ হল অগ্নিপথ প্রকল্প।

author-image
Probha Rani Das
New Update
vvcvc5.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৫তম কার্গিল বিজয় দিবস। আজ লাদাখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে কার্গিল যুদ্ধের বীরদের শ্রদ্ধা নিবেদন করেছেন

vvcvc4.jpg

সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি উদাহরণ হল অগ্নিপথ প্রকল্প। কিছু মানুষ ভাবতেন যে সেনা মানে রাজনীতিবিদদের স্যালুট দেওয়া, কুচকাওয়াজ করা, কিন্তু আমাদের কাছে সেনা মানে ১৪০ কোটি দেশবাসীর বিশ্বাস।

vvcvc3.jpg

অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে তরুণ করে তোলা, সেনাবাহিনীকে ক্রমাগত যুদ্ধের উপযোগী করে রাখা। দুর্ভাগ্যজনকভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়কে রাজনীতির বিষয় করে তুলেছেন কিছু মানুষ। এরাই সেই লোক যারা সেনাবাহিনীতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করেছে।

Adddd