উটি, কুন্নুর-কে এমন ভাবে আগে দেখেছেন -

কুয়াশা আর মেঘলা আকাশের মেলবন্ধন, তার সাথে বৃষ্টি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
590664572c3015fc78f5391e11dff458-1280.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ভারতের এমন মোহময় রূপ আগে দেখেছেন কি? তাহলে একবার চোখ রেখেই দেখুন। কুয়াশা আর মেঘলা আকাশের মেলবন্ধন, আর তার সাথে ইলশে গুঁড়ি বৃষ্টি। কি জমে যাচ্ছে তো? আজ তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি, কোটাগিরি এবং কুন্নুর এলাকায় কুয়াশার ঘন স্তর দেখা গেল এমনই। দৃশ্যমানতার অভাব রয়েছে সর্বত্র। ফলে ধীর গতিতে গড়াচ্ছে গাড়ি। একই সাথে জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিও হচ্ছে। ফলে এক মনোরম পরিবেশ জন্ম নিয়ে এই এলাকাগুলিতে। যার থেকে চোখ ফেরাতে পারবেন না আপনিও -

 

hiren