নিজস্ব সংবাদদাতা: সল্টলেকে বাড়ির দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধার করার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কেন লেগেছে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা মা, পাঁচ বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন দেবর্ষি। দেবর্ষি অতিরিক্ত মদ্যপান করতেন। সেই কারণে পরিবারে তাঁর সঙ্গে সকলের অশান্তি লেগেই থাকতো। সোমবার রাতে দোতলায় তিনি একাই ছিলেন। দোতলায় ফলস সিলিংয়ের কাজ চলছিল। সেই কারণে কেউ ওপরে ছিল না বলে জানা গিয়েছে। স্থানীয়রা মনে করছেন, অতিরিক্ত মদ্যপানের পর সিগারেট খেতে শুরু করেছিলেন। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।