শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ জাগাতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী ! দেখুন বড় খবর

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এই সমস্ত অনুষ্ঠানেই ছাত্রছাত্রী, শিক্ষক, ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

author-image
Debjit Biswas
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রাজ্যের বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ তিনি খাদি চুয়ান, প্রবেশ উৎসব এবং শিশুবাটিকা কর্মসূচিতে যোগ দেন।

m3stoai_manoj-majhi_625x300_12_June_24.webp

এই কর্মসূচিগুলি মূলত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি, বিদ্যালয়ে নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানো এবং সংস্কৃতি ও স্বনির্ভরতার প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয়।