এনকাউন্টারে গুরুতর আহত দুষ্কৃতী! তাঁর বিরুদ্ধে অপরাধ শুনলে চমকে যাবেন

পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত বিহারের কুখ্যাত দুষ্কৃতী।

author-image
Tamalika Chakraborty
New Update
bihar police nn

নিজস্ব সংবাদদাতা: পাটনায় সোনু কুমার নামে এক অপরাধী এনকাউন্টারে গুরুতর আহত হয়েছেন। এই প্রসঙ্গে টানা পশ্চিমের সিটি এসপি শরৎ আরএস বলেছেন, "সোনু কুমার নামের এক অপরাধী যে অনেক জঘন্য অপরাধের জন্য ওয়ান্টেড , আমরা তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে সোনু কুমার নামে একজন দুষ্কৃতী আহত হয় এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। কয়েকজন অপরাধী পালিয়ে গেছে। এফএসএল টিম ঘটনাস্থলে রয়েছে, পিস্তল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।" 

gun editted.jpg