পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট, উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সর্বত্র প্রভাব ফেলবে

তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে কিছু কিছু অংশে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rain photography

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির আইএমডি বিজ্ঞানী নরেশ কুমার এদিন বলেন, “গতকাল, দিল্লি-এনসিআর-এর মতো উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টি এবং উচ্চতর অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছিল। ইতিমধ্যেই নতুন করে তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা।  আজ, পশ্চিম প্রান্তে পাঞ্জাব এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে সেটি”। 

“এর জেরে পশ্চিম হিমালয় অঞ্চলের বিচ্ছিন্ন এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বাতাসের প্রবাহ হবে উত্তর-পশ্চিম দিকে, যা আগামী ২ দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এনসিআর এবং রাজস্থানের অঞ্চলে ২ ডিগ্রি করে তাপমাত্রা কমাবে। এর জেরে রাজস্থান এবং হরিয়ানায় শৈত্যপ্রবাহ চলতে পারে। যার ফলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে কিছু কিছু অংশে”। 

uttarakhand snowfall (1).jpg

“সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ২৬ ডিসেম্বর রাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। যার জেরে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শিলাবৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তুষারপাত হতে পারে ২৭ এবং ২৮ ডিসেম্বর হিমালয় সংলগ্ন অঞ্চল গুলিতে”।

Rainfall