নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর।
/anm-bengali/media/media_files/NcfhKfRNu8nk6wqG90uW.jpg)
আজ নীতিশ কুমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "প্রথমবার নীতিশ কুমারের স্বাস্থ্যের বিষয়ে মন্তব্য করেছিলেন তাঁর পরম বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিহারের বিভিন্ন মন্ত্রীও এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন। আমি জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে কিছুই বলিনি, কিন্তু বিসিপিএসসি আন্দোলনের সময় আমি বুঝতে পারি যে নীতিশ কুমার এতটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন যে, তিনি রাজ্যের পরিস্থিতি সম্পর্কেও অবগত নন।"