BIG BREAKING: NEET UG প্রশ্ন ফাঁস, দোষীদের খুঁজতে এবার AI প্রযুক্তি? বিশাল বড় আপডেট

প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর প্রশ্ন সুপ্রিম কোর্টের।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: নিট ইউজি মামলায় প্রশ্ন ফাঁস হয়েছে এটা স্পষ্ট, বলল সুপ্রিম কোর্ট।

supremeecourt.jpg

এরপরেই সুপ্রিম কোর্ট দাবি করেছে যে প্রশ্ন হল প্রশ্নফাঁসের ব্যাপ্তি কতটা? প্রশ্নফাঁসের ফলে কতজনের ফায়দা তা দেখতে হবে। কোন কোন এলাকায় প্রশ্নফাঁসের সুবিধাভোগীরা ছড়িয়ে আছে? সরকার প্রবেশিকা বাতিল না করলে কীভাবে সুবিধাভোগীদের চিহ্নিত করা যাবে? প্রশ্নফাঁসের পরে সুবিধাভোগীদের বিরুদ্ধে কী ব্যবস্থা? এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? সুবিধাভোগীদের খুঁজে বের করতে AI প্রযুক্তি কি কাজে লাগানো যায়? নিট ইউজি বাতিলের দাবিতে মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।