মহাকুম্ভ শেষে কার কাছে ক্ষমা চাইলেন মোদী?

মহাকুম্ভ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদীর। প্রকাশ্যে আমজনতার কাছে ক্ষমা চেয়ে লিখছেন, "মহাকুম্ভ শেষ হয়েছে। ঐক্যের 'মহাযজ্ঞ' সমাপ্ত হয়েছে ৷

author-image
Jaita Chowdhury
New Update
xdgsdgs

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ (Mahakumbh 2025) শেষ। বিশ্বের অন্যতম ধর্মীয়মেলা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)৷ প্রধানমন্ত্রী মোদী গঙ্গা-যমুনা-সরস্বতীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন৷

প্রধানমন্ত্রী লিখছেন, "মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী এবং সেইসঙ্গে জনগণের কাছে ক্ষমা চাইছি৷" তিনি আরও লেখেন, তাঁর কাছে মানুষ ঈশ্বরের রূপ৷ কুম্ভে পরিষেবা প্রদানে খামতি ত্রুটি থাকার জন্যই ক্ষমাপ্রার্থী প্রধানমন্ত্রী। তিনি আরও লিখেছেন, "মহাকুম্ভ শেষ হয়েছে। ঐক্যের 'মহাযজ্ঞ' সমাপ্ত হয়েছে ৷"  মহাসমাবেশ শেষের পর তিনি আরও লিখছেন, দেশকে এখন 'বিকশিত ভারত'-এর লক্ষ্য পূরণের জন্য একইরকম আত্মবিশ্বাস এবং ঐক্যের অনুভূতি নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী আরও লেখেন, ''এই মহাকুম্ভ ১৪৪ বছর পর এসেছে৷ ভারতের উন্নয়ন যাত্রায় একটি নতুন অধ্যায়ের বার্তা দিয়েছে। বার্তাটি 'বিকশিত ভারত'-এর৷ প্রয়াগরাজের এই তীর্থযাত্রাটি ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়৷ কোনও আমন্ত্রণ ছাড়াই পবিত্র সঙ্গমে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছে। সেখানে স্নান করার পর মানুষের আনন্দের বিষয়বস্তু প্রতিফলিত হওয়ার দৃশ্য তিনি কখনওই ভুলতে পারবেন না।''