নিজস্ব সংবাদদাতা: কাঠুয়ায় সেনাবাহিনীর গাড়িতে অতর্কিতে আক্রমণ করে জঙ্গিরা। জঙ্গিদের আসল পরিকল্পনা সামনে আসতেই শিউরে উঠছে দেশবাসী। জঙ্গিদের পরিকল্পনা ছিল শহীদ জওয়ানদের দেহ বিকৃত করবে। তারপর সেনাবাহিনীর অস্ত্র নিয়ে জঙ্গিরা পালিয়ে যাবে। সেনাবাহিনীর সাহসিকতায় কার্যত সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়। জঙ্গিরা ভয়ে পালিয়ে না যাওয়া অবধি সেনাবাহিনী গুলির লড়াই চালাতে থাকে।