নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে সহিংসতা থামছে না বলে মনে হচ্ছে। সম্প্রতি কারফিউ সত্ত্বেও রাজ্যের রাজধানী ইম্ফলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, কিছু লোক আহত হয়েছে এবং কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তথ্য অনুযায়ী, সর্বশেষ সহিংসতার ঘটনা ঘটেছে রাজধানী ইম্ফলের নিউ চেকন এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা পুড়ে যাওয়া বাড়িটি নেভানোর চেষ্টা করছেন। র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা একটি সংকীর্ণ গলিতে বিক্ষোভকারীদের একটি বিশাল দলকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বুধবারও মণিপুরে সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় ৯ জন নিহত ও ১০ জন আহত হন। ইম্ফলের খামেনলোক এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এসপি শিবকান্ত সিং জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ।