নিজস্ব সংবাদদাতা : ২০২৬ এর নির্বাচনে কি বিজেপির সাথে কোনও পার্টির জোট হতে পারে ? আজ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন তামিলনাড়ু বিজেপি প্রধান কে. অন্নামালাই। তিনি বলেন, ''রাজ্যে জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নেতৃত্ব নেবে।''
/anm-bengali/media/media_files/wzql2UZyvuJUYz9QWHcl.webp)
এছাড়াও তিনি আরও বলেন, "২০২৬ সালের নির্বাচন হলো ডিএমকে-কে ক্ষমতা থেকে সরানোর লড়াই। কোনও ভোটই নষ্ট হওয়া উচিত নয়, যাতে ডিএমকে বিরোধী ভোট বিভক্ত হয়ে বিভিন্ন দলে ছড়িয়ে না পড়ে, তার ব্যবস্থা করতেই হবে।"