নিজস্ব সংবাদদাতা: নীতীশ কুমারকে নিয়ে কংগ্রেস বিতর্কিত মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন (লালন) সিং বলেছেন, "জেডিইউ বা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কংগ্রেসের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তাদের (কংগ্রেস) নিজেদের দিকে তাকানো উচিত। তারা এই দেশ এবং বিহারে কত বছর শাসন করেছে? তারা মুসলমানদের জন্য কী করেছে? গত ২০ বছরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মুসলমানদের অধিকার এবং উন্নয়নের জন্য যে কাজ করেছেন, স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশের কোনও রাজ্যের কোনও সরকার তা করেনি।"
/anm-bengali/media/media_files/cy9pxihRLlN15JOslPIp.jpg)