নিজস্ব সংবাদদাতা: ভারত ও চিলির মধ্যে সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিকের উপস্থিতিতে সমঝোতা স্মারক বিনিময় হয়। দিল্লির হায়দ্রাবাদ হাউসে সমঝোতা স্মারক বিনিময় হয়েছে।
#WATCH | MoUs exchanged between India and Chile in the presence of Prime Minister Narendra Modi and Chile President Gabriel Boric at Hyderabad House in Delhi. pic.twitter.com/k1yCIazxbi