নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের পর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রাথমিক কাজ হিসেবে শুরু হয়েছে ৫টি স্লুইস গেট নির্মাণ। তার পাশাপাশি ঘাটাল শহরের বন্যার জমা জল বের করতে তৈরী করা হবে শহরের দুই প্রান্তে মোট ৪ একর জায়গা জুড়ে দুটি পাম্প হাউস যার মধ্যে একটি ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় ও অন্যটি ঘাটাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় ২.২ একর জায়গা জুড়ে থাকবে।
রবিবার কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ে পাম্প হাউস এলাকায় কৃষকদের সাথে বৈঠক করেন ঘাটাল মাস্টার প্ল্যান মনিটারিং কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান সাব মনিটারিং কমিটির সদস্য তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মাস্টার প্ল্যান মনিটারিং কমিটির সদস তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, মহকুমা সেচ দফতরের আধিকারিক উজ্বল মাখাল, পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা সহ কৃষ্ণনগর এলাকার কৃষকরা। এদিন প্রায় ২০ জন কৃষকের কাছ থেকে জমির সম্মতি পেয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের পাম্প হাউসের কাজ শুরুর পথে। বলা যায় আরো একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ।