রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তৃতায়, বিজেপি সাংসদ জগদম্বিকা পাল কি বললেন এবার?

কি বললেন রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তৃতায় বিজেপি সাংসদ জগদম্বিকা পাল?

author-image
Aniket
New Update
breakinganm12

 

 

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তৃতায়, বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বড় বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, "ধানমন্ত্রী মোদি বলেছিলেন যে 'বিকসিত ভারত' তৈরিতে যুবক, মহিলাদের একটি বড় ভূমিকা পালন করতে হবে। এমনকি রাজ্য সরকারগুলিকেও তাতে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। অতীতে কংগ্রেস দলের নেতারা ভুল না করলে দেশ অনেক এগিয়ে যেত। ৫ দশক পর্যন্ত তারা 'গরীবি হটাও' স্লোগান দিলেও সেদিকে কোনো পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে সরকার প্রাথমিকভাবে কৃষকদের দিকে মনোনিবেশ করবে। কংগ্রেস দল অতীতে করা ভুলগুলি মেনে নিতে প্রস্তুত নয়।"