হাইকোর্ট রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে! কী বললেন রাজ্যপাল
মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে! কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের
জ্বলন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের! তৃণমূলের বিরোধিতায় উঠছে প্রশ্ন
হাঁসফাঁস গরমে মিললো স্বস্তি, জেলায় নামলো বৃষ্টি!
মুর্শিদাবাদে লাগাতার অশান্তির জের, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
আমতলায় ওয়াকফ-বিক্ষোভে গ্রেফতার ৩
মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির বলি ৩
হনুমান জয়ন্তী কুলটিতে মিছিল
সমুদ্র উপকূলে 'মাজার পাক' গুরু আশ্রমে উদযাপিত হল ১৬তম সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা

'হিন্দুত্ব শুধুমাত্র বিশ্বাস নয়; এটি বিধাতার সঙ্গে গড়ে তোলা এক আত্মিক উপলব্ধি'

কি বললেন তরুণজ্যোতি তিওয়ারি?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভের মহাস্নান চলছে। আজ ছিল অমৃত স্নান। এবার তরুণজ্যোতি একটি কয়েকটি ছবি সামনে এনে বড় বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, "INDIA IS NOT FOR BEGINNERS"—এই কথা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, আর তা একদম সত্য।

ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়; এটি আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার মাটিতে গড়ে ওঠা এক চিরন্তন সংস্কৃতির প্রতীক। মহাকুম্ভে এক বৌমা তাঁর শাশুড়িকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, দুই পুত্র বৃদ্ধ বাবাকে গঙ্গাস্নান করাচ্ছেন, কিংবা ৬৫ বছরের এক পুত্র ৯২ বছরের মাকে ঠেলাগাড়িতে করে নিয়ে চলেছেন—এ দৃশ্যগুলো ভারতের অন্তর্নিহিত পারিবারিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিচ্ছবি। এগুলো শুধু দৃশ্য নয়; এগুলোই ভারতবর্ষের জীবন্ত চেতনা। 

ভারত কোনও জমির টুকরো নয়; এটি একটি জীবন্ত রাষ্ট্রবিধাতা। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীও এ কথাই তাঁর কবিতায় অসাধারণভাবে প্রকাশ করেছিলেন:

"এটি বন্দনার ভূমি,
অভিনন্দনের ভূমি।
এটি অর্পণের ভূমি,
এটি তর্পণের ভূমি।

এর প্রতিটি নদী আমাদের জন্য গঙ্গা,
এর প্রতিটি কঙ্কর আমাদের জন্য শঙ্কর।

আমরা বাঁচব এই ভারতের জন্য,
মরবও এই ভারতের জন্য।

এবং মৃত্যুর পর যখন আমাদের অস্থি গঙ্গায় ভাসবে,
কেউ যদি কান লাগিয়ে শোনে,
একটিই আওয়াজ শুনতে পাবে—
ভারত মাতা কি জয়!
ভারত মাতা কি জয়!"

হিন্দুত্ব শুধুমাত্র বিশ্বাস নয়; এটি বিধাতার সঙ্গে গড়ে তোলা এক আত্মিক উপলব্ধি। বাসুদৈব কুটুম্বকমের আদর্শে এই পবিত্র ভূমি সমস্ত বিশ্বকে এক পরিবার হিসেবে দেখে। হয়তো আমার গত জন্মের কিছু পুণ্যের জন্য আমি ভারতবর্ষে একজন সনাতনী হিসাবে জন্মগ্রহণ করেছি। এই জন্মে যদি কিছু পুণ্য অর্জন করি, তাহলে ভগবানের কাছে একান্ত অনুরোধ থাকবে যেন আমার জন্ম বারবার এই পবিত্র ভূমিতেই হয়"।

তার এই বার্তা ভারতবর্ষের প্রত্যেক হিন্দুর অন্তর্নিহিত ভাবকে প্রকাশ করেছে। 

 . . . . . . .  . . . . . . . . . .