নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং বলেছেন, "পূর্ত বিভাগের বিশাল ক্ষতি হয়েছে। বর্ষায় ভেসে গিয়েছে প্রায় ৩৫০ কোটি টাকার সম্পত্তি। তিন-চারটি সেতু ভেসে গেছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। চলছে পুনর্বাসনের কাজ। কুল্লুর বাগিপুল এলাকায় পাঁচ দিনে একটি সেতু সংস্কার করা হয়েছে। আপেল সময়মতো বাজারে পৌঁছানো নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও প্যাকেজ পাইনি। আমি কেন্দ্রীয় সরকারকে হিমাচল প্রদেশকে সাহায্য করার অনুরোধ করছি।"
#WATCH | Shimla: Himachal Pradesh Minister Vikramaditya Singh says, "There has been a huge loss to the Public Works Department...In the monsoon, assets of almost Rs 350 crores have been washed away. Three to four bridges have washed away. Roads have been damaged...The restoration… pic.twitter.com/zr5ltiqgF8