নিজস্ব সংবাদদাতা : আজ হরিয়ানার ফরিদাবাদ থেকে, গুজরাট এটিএস ও ফরিদাবাদ এসটিএফের যৌথ অভিযানে, এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। আর এবার এই বিষয়ে কথা বলতে গিয়েই বড় দাবি করে বসলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। তিনি বলেন, ''শ্রী রাম লালার মন্দিরে হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে গুজরাট ও হরিয়ানা পুলিশ। গুজরাট ও হরিয়ানা পুলিশ নিঃসন্দেহে এক বড় সাফল্য অর্জন করেছে।''
/anm-bengali/media/media_files/SwYZw6KimJSLIMz2s62B.jpg)
তিনি আরও জানান, "এই বিষয়ে বিস্তারিত তথ্য, গুজরাট এটিএস ও হরিয়ানা পুলিশ খুব শীঘ্রই প্রকাশ করবে।"