নিজস্ব সংবাদদাতা: সোমবার ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শুভেচ্ছা ব্যক্ত করেছেন দেশের সকল মুসলমান ভাই-বোনেদের প্রতি। তাঁর কথায় এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করবে। আর এই বার্তায় এদিন সকলকে দেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে এদিন লেখেন, “ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ ও সাফল্য আসুক। ঈদ মোবারক!”
সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। শহর থেকে গ্রাম - সব জায়গাতেই ছিল আনন্দের আমেজ। পরিবার-পরিজন, বন্ধু ও প্রতিবেশীরা একসঙ্গে মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এদিন।
/anm-bengali/media/media_files/XgKR1rgGLH0HRFyWxhIh.jpg)
কলকাতাতেও এদিন রয়েছে ঈদের উৎসব। তাই এদিন সকালেই সকল মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “ঈদ মোবারক!!! ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন”।
সারা দেশের বিভিন্ন প্রান্তে ঈদ উদযাপন ঐক্য, সংহতি ও সহমর্মিতার বার্তা বহন করে। মুসলিম সম্প্রদায়ের মানুষ পরিবার-পরিজন, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে এই দিনটি আনন্দ ভাগাভাগি করে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদেরও এদিন সাহায্য করে অনেকে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয় এই দিনের মাধ্যমে।