নিজস্ব সংবাদদাতা: গতকাল রাজ্যসভাতে পাস হয়ে গেছে মহিলা সংরক্ষণ বিল। অর্থাৎ দেশে এবার আসতে চলেছে মহিলা সংরক্ষণ আইন। এই নিয়ে সোজাসুজি মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বললেন, 'সমস্যাটা হল কার্যকারিতার ক্ষেত্রে। তারা যেটা বলেছে তা হলো আমরা সংসদে একটা বিল পেশ করছি। কিন্তু আমরা এটা ১০ বছর পর কার্যকর করব। এর মানেটা কী? আমরা বিল মেনে নিয়েছি কিন্তু আদমশুমারি এবং এর সীমাবদ্ধতাগুলিকে সরাও, আজকেই একে কার্যকর করো। এবং মেয়েদের বুদ্ধিমত্তাকে অপমান করো না'।