নিজস্ব সংবাদদাতা: মথুরার জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং হোলি নিয়ে দিলেন বার্তা। তিনি বলেন, "ব্রজের হোলি বিশ্বখ্যাত। মথুরা, বৃন্দাবন এবং বরসানায় এই উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। ৭ ও ৮ মার্চ, বরসানায় লাড্ডু এবং লাঠমার হোলি। ৯ মার্চ, নন্দগাঁওয়ে লাঠমার হোলি। ১০ মার্চ, শ্রীকৃষ্ণ জন্মভূমিতে রঙ্গোৎসব। ১১ মার্চ গোকুলেও হোলি উদযাপিত হবে। রাস্তাঘাটে থিম পেইন্টিং এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। পানীয় জলের জন্য প্রয়োজনীয় এবং ভালো ব্যবস্থা করা হয়েছে"।
/anm-bengali/media/media_files/Luyz6JvQfhytEwHOeLYD.jpg)