কার্যত লকডাউন দিল্লিতে, দূষণ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা গ্রহণ আপ সরকারের

এই দূষণের মাঝে তারা অসুস্থ হয়ে পড়ছেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
air-pollution-in-India_Hi-res

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বায়ুদূষণের অবস্থা বিপজ্জনক মাত্রা অতিক্রম করেছে বহুদিন আগেই। এমনকি পরিস্থিতি এতোটাই ভয়ঙ্কর যে স্কুল-কলেজে অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল কলেজে যাচ্ছে না একজনও শিক্ষার্থী। এছাড়া দিল্লির বয়স্ক বাসিন্দাদের যেতে হচ্ছে ডাক্তারের কাছে। কেননা এই দূষণের মাঝে তারা অসুস্থ হয়ে পড়ছেন। 

এদিন এই বায়ু দূষণের বিষয়ে, দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, “আমরা ক্রমাগত কাজ করছি। আমরা BS-III পেট্রোল ফোর হুইলার, BS-IV ডিজেল যান নিষিদ্ধ করেছি। বাইরে থেকে আসা সমস্ত ট্রাক, ডিজেল বাস নিষিদ্ধ করা হয়েছে। স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার জন্য অনলাইন ক্লাস স্থির করা হয়েছে। আমরা দূষণ নিয়ন্ত্রণের বিষয়েও কাজ এবং আমরা তা চালিয়ে যাব। আমরা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সাথে একটি জরুরি বৈঠক চাইছি যাতে আমরা মাটিতে সমস্ত পদক্ষেপ নিতে পারি। আমরা জোড়-বিজোড় নিয়েও আলোচনা করছি। কিন্তু এখন বিশেষজ্ঞরা বলছেন যে আমরা এত বিধিনিষেধ আরোপ করেছি, যে তা মানুষের ওপর ভালোই প্রভাব ফেলেছে”।

AirportBlastsPollution-ezgif.com-avif-to-jpg-converter

এর সাথেই দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, “পুরো উত্তর ভারত চিকিৎসা জরুরী অবস্থার মধ্যে রয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকারের এইভাবে দেশের মানুষের জীবন বিপন্ন করার অধিকার নেই। দিল্লি সরকার তার স্তরে যা করতে পারে তা করবে”।

gopall1.jpg