দিল্লিতে ‘অব কি বার, মোদি সরকার’ জানিয়ে দেওয়া হল!

'বিজেপি গত ১০ বছর ধরে আপের দুর্নীতিগ্রস্ত মুখোশ উন্মোচন করে আসছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bjp flags .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এক্সিট পোল সম্পর্কে, বিজেপি সাংসদ হর্ষ মালহোত্রা এদিন বলেন, “বিজেপি গত ১০ বছর ধরে আপের দুর্নীতিগ্রস্ত মুখোশ উন্মোচন করে আসছে। জনগণ বুঝতে পেরেছে যে আপ এবং অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জনগণকে প্রতারণা করেছে। দিল্লিতে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। যেহেতু তারা (আপ) নির্বাচনে হেরে যাচ্ছে, তাই তারা এখন ইভিএমকে দোষারোপ করবে”।

Delhi Election