নকশাল ও সিআরপিএফের মুখোমুখি সংঘর্ষ ! বিস্ফোরণে আহত সিআরপিএফ জওয়ান

নকশাল বিরোধী অভিযানে আহত হলেন সিআরপিএফ জওয়ান।

author-image
Debjit Biswas
New Update
আইইডি বিস্ফোরণে গুরুতর আহত CRPF জওয়ান

নিজস্ব সংবাদদাতা : আজ ঝাড়খণ্ডের চাইবাসা জেলায় পুলিশ ও সিআরপিএফ-এর একটি নকশাল বিরোধী যৌথ অভিযানের সময়, নকশাল ও সিআরপিএফ বাহিনীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। প্রায় বেশ কিছুক্ষন ধরেই তীব্র গুলি বিনিময় চলতে থাকে দুই পক্ষের মধ্যে। এরপরেই আইইডি বিস্ফোরণে এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টর আহত হন। পুলিশ ও সিআরপিএফ-এর এই যৌথ অভিযানের সময়, নকশালদের সঙ্গে গুলি বিনিময়ের পরেই এই বিস্ফোরণ ঘটে।

অশান্ত উপত্যকা, আহত CRPF  জওয়ান

এই ঘটনার পর চাইবাসা পুলিশ জানিয়েছে, আহত সাব-ইন্সপেক্টরের অবস্থা এখন স্থিতিশীল এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে রাঁচিতে নিয়ে যাওয়া হচ্ছে।