নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, “সরকার দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। সংসদে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তিনি এনটিএ-কে ক্লিনচিট দিয়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
বাজেট থেকে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, “আদানি ও আম্বানির লাভের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হবে। মধ্যবিত্ত ও গরিবদের করের ওপর ছাড় দেওয়া হবে না। আদানি ও আম্বানির পরামর্শ মেনেই মোদীর প্রতিটি বাজেট তৈরি করা হয়।”