নিজস্ব সংবাদদাতা : আজ সংসদে নিজের বক্তব্য রাখার সময় এবার কংগ্রেসকে ইতিহাস স্বরণ করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "২০১৩ সালে যদি ওয়াকফ আইন সংশোধন না করা হতো, তাহলে আজ আবার এই সংশোধনী বিলের কোনও প্রয়োজন পড়ত না। তখন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ২০১৪ সালের নির্বাচনের আগে, রাতারাতি এই আইন পরিবর্তন করা হয় শুধু তোষণের রাজনীতি করার জন্য।"
/anm-bengali/media/media_files/br86V8n6v6P4Dt7wJFCV.jpg)
এরপর তিনি বলেন, "২০১৩ সালে কংগ্রেস সরকার নির্বাচনের মাত্র ২৫ দিন আগে, দিল্লির লুটিয়েন্স জোনের ১২৩টি ভিভিআইপি সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেয়।"