১২৩টি ভিভিআইপি সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস ! কংগ্রেসকে ইতিহাস স্বরণ করালেন অমিত শাহ

শাহ দাবি করেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নেওয়া হয়েছিল।

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ সংসদে নিজের বক্তব্য রাখার সময় এবার কংগ্রেসকে ইতিহাস স্বরণ করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,  "২০১৩ সালে যদি ওয়াকফ আইন সংশোধন না করা হতো, তাহলে আজ আবার এই সংশোধনী বিলের কোনও প্রয়োজন পড়ত না। তখন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ২০১৪ সালের নির্বাচনের আগে, রাতারাতি এই আইন পরিবর্তন করা হয় শুধু তোষণের রাজনীতি করার জন্য।"

amit shah bjjp.jpg

এরপর তিনি বলেন, "২০১৩ সালে কংগ্রেস সরকার নির্বাচনের মাত্র ২৫ দিন আগে, দিল্লির লুটিয়েন্স জোনের ১২৩টি ভিভিআইপি সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেয়।"