নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে ক্রিসমাস উদযাপন করলেন বিচারপতিরা। সেখানে প্রধান বক্তব্য পেশ করেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। একই সাথে বড়দিন উপলক্ষ্যে বিশেষ বার্তাও দেন সিজেআই।
এদিন তিনি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী সীমান্তে দাঁড়িয়ে জাতির সেবা করছে। তাঁদের জন্যেই আমাদের সবকিছু ছেড়ে দেওয়া উচিত। দিন দু’য়েক আগে পুঞ্চের এনকাউন্টারে আমাদের সশস্ত্র বাহিনীর চার সদস্যকে হারিয়েছি। তাই, ঠিক যেমন আমরা ক্রিসমাস উদযাপন করি, আসুন আমরা সীমান্তে যারা আমাদের জাতিকে রক্ষা করার জন্য তাদের জীবন বিসর্জন দিচ্ছে তাদের কথাও স্মরণ করি”।