নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ১৬ জন নকশাল নিহত হয়েছেন। এই প্রসঙ্গে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, "১৬ জন নকশালের মৃতদেহ, একে-৪৭ সহ উদ্ধার করা হয়েছে এবং অপরাধমূলক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড় সরকার এবং কেন্দ্রীয় সরকার গুলি চালাতে চায় না। আমরা খুব ভালো আত্মসমর্পণ নীতি নিয়ে একসাথে কাজ করছি। কারও কোনও অসুবিধা হবে না।"
/anm-bengali/media/media_files/YA6OJysDl5G9smbbaPIT.jpg)