নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানকারী এক ব্যক্তির উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফ-এর বিরুদ্ধে। বাংলাদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোচবিহার-লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিতে জখম হয়েছেন বাংলাদেশি পাচারকারী শহিদুল ইসলাম (৪২)।
রিপোর্ট অনুযায়ী, শহিদুল ইসলাম গরু পাচার করছিলেন যখন বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি কোচবিহারের ময়নাতলি গ্রামে ঘটে। গুলির আঘাতে জখম হওয়ার পর শহিদুল ইসলামকে চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গির আলম জানান, "আহত ব্যক্তি গরু পাচারকারী ছিলেন। এই ঘটনায় রবিবার পতাকা বৈঠক হয়েছে এবং আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।"
এদিকে, জানা গেছে যে শহিদুল ইসলাম ছাড়াও আরও ৪-৫ জন পাচারকারী ভারতের কোচবিহার এলাকায় গরু পাচারের উদ্দেশ্যে অনুপ্রবেশ করেছিলেন। ভারতীয় গরু পাচারকারীরা এই পাচারকারীদের সহায়তা করছিল, এমনও অভিযোগ উঠেছে। গত কয়েক বছরে, বিএসএফ বাংলাদেশের সীমান্তে একাধিক পাচারকারীকে গ্রেপ্তার ও নিহত করেছে, যারা ভারতে মাদক, গরু, সোনা পাচারের চেষ্টা করছিল। বিএসএফ অব্যাহতভাবে এই ধরনের চোরাচালান প্রতিরোধ করে আসছে।