ব্রেকিং: রাজ্যপাল কে? তার কি সাংবিধানিক কর্তৃত্ব আছে? এবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল প্রশ্ন

"রাজ্যপাল কে? তার কি সাংবিধানিক কর্তৃত্ব আছে?", তামিলনাড়ুর ডিএমকে নেতা এ সারাভানান প্রশ্ন তুলেছেন। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: ক্রমশই রাজ্যপাল আরএন রবি ভিলেন হয়ে উঠছেন তামিলনাড়ু সরকারের নেতা ও নেত্রীদের কাছে। তামিলনাড়ুতে বৃদ্ধি পাচ্ছে রাজ্যপাল বনাম রাজ্য সরকার দ্বন্দ্ব। তামিলনাড়ুর গভর্নর আরএন রবি তাৎক্ষণিক প্রভাবে মন্ত্রী পরিষদ থেকে ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করেছেন। আর এর ফলে তামিলনাড়ুর ডিএমকে সরকার রাজ্যপাল আরএন রবির ওপর ক্ষুব্ধ হয়েছে। ইতিপূর্বে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্টালিন রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "রাজ্যপালের মন্ত্রী পরিষদ থেকে ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করার কোনও অধিকার নেই"। তিনি রাজ্যপালের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।  এবার তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ডিএমকে নেতা এ সারাভানান। ডিএমকে নেতা এ সারাভানান বলেছেন, "সেন্থিল বালাজিকে বরখাস্ত করার রাজ্যপাল কে? তার কি সাংবিধানিক কর্তৃত্ব আছে? রাজ্যপাল সংবিধানকে অবমূল্যায়ন করছেন"।

তিনি রাজ্যপালের কর্মের সঙ্গে সনাতন ধর্মকে টেনে এনেছেন। তিনি বলেছেন, "সনাতন ধর্ম অনুযায়ী কাজ করছেন রাজ্যপাল আরএন রবি। সনাতন ধর্ম এই দেশের আইন নয়। রাজ্যপালের জন্য রেফারেন্স, আমাদের সংবিধান হল আমাদের বাইবেল, গীতা, কোরান"।  এ সারাভানান নিজের আক্রমণের তীব্রতা বাড়িয়ে রাজ্যপাল আরএন রবিকে আরও একধাপ এগিয়ে নিশানা করেছেন। তিনি বলেছেন, "রাজ্যপাল সম্ভবত তার রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য একটি বিদূষকভাবে কাজ করছেন। এরপর যেখানে এটি করা হয়েছে সেখানে রাজ্যপালের কথিত আদেশের কাগজের মূল্যও থাকবে না। এটা ডাস্টবিনে পাঠাতে হবে"। উল্লেখ্য, ২০২১ সালে তামিলনাড়ুতে রাজ্যপাল হয়ে আসার পর থেকেই আরএন রবির সঙ্গে তামিলনাড়ুর ডিএমকে সরকারের একাধিক মতের পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। বারংবার প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের দ্বন্দ্ব। রাজ্যপালের বিরুদ্ধে পোস্টারও পড়েছে তামিলনাড়ুর বিভিন্ন স্থানে। তবে তাতেও দমে যাননি রাজ্যপাল আরএন রবি। স্টালিন সরকারের বিভিন্ন ইস্যুতে তিনি নিজের মতের পার্থক্য প্রকাশ করে চলছেন। এখন দেখার সেন্থিল বালাজিকে নিয়ে রাজ্যপাল বনাম সরকারের দ্বন্দ্ব নয়া কি মোড় নেয়।