ভারতের ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকারক ! অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কটাক্ষ করলেন বিজেপি নেতা

কি দাবি করলেন বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
bjp flags .jpg

নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর বিরুদ্ধে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)-এর বিক্ষোভকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী।

PRADEEP BHANDARI

তিনি বলেন, '' অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) নিজেরাই প্রমাণ করছে যে তারা কংগ্রেসের বি টিম এবং তারা ভারতের ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকারক। ওয়াকফ (সংশোধনী) আইন কৃষক, দরিদ্র মুসলিম এবং দলিতদের অধিকার রক্ষা করা এবং বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বাস্তবায়নের জন্য আনা হয়েছে। তাছাড়া অনেক আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, রাস্তা দখল করা অসাংবিধানিক, তাই যেকোনও বেআইনি কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"