তেজস্বী যাদব সনাতন বিরোধী! উঠল চাঞ্চল্যকর অভিযোগ

বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা অভিযোগ করেছেল, তেজস্বী যাদব সনাতন বিরোধী।

author-image
Tamalika Chakraborty
New Update
BIHAR DEPUTY CMM

নিজস্ব সংবাদদাতা: তীব্র ভাষায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে অপমান করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তিনি বলেন,  "আজ তেজস্বী যাদব তার বাবা লালু যাদবের প্রশংসা করছিলেন।  বিজেপির সমস্ত বড় নেতারা  কোনও রাজনৈতিক পরিবার থেকে আসেননি।  বিজেপি সবসময় বংশগত রাজনীতি থেকে দূরে থেকেছে। এই ব্যক্তি সনাতন বিরোধী। তেজস্বী যাদব সনাতনের মূল্যবোধ এবং সংস্কৃতি থেকে দূরে চলে গেছেন।"