নিজস্ব সংবাদদাতা: জয়পুর পুলিশ কন্ট্রোল রুমে একটি অজানা নম্বর থেকে একটি ফোন আসে। যেখানে উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wikipedia/commons/1/15/Prem_Chand_DCM-573310.jpeg)
মোবাইল নম্বরটির লোকেশন জয়পুর সেন্ট্রাল জেলের বলে জানা গেছে। জেল বিভাগকে এ বিষয়ে অবহিত করে তদন্ত শুরু করা হয়েছে। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ এই বিষয়ে জানিয়েছে।