নিজস্ব সংবাদদাতা: রাঁচিতে বিভিন্ন উপজাতি সংগঠনের লোকেরা ১৮ ঘন্টার বনধের ডাক দিয়েছে।
একটি পবিত্র আদিবাসী ধর্মীয় স্থান, সারনা স্থলের কাছে একটি উড়ালপুল নির্মাণের প্রতিবাদে বনধের ডাক দেওয়া হয়েছে। আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। দেখুন ভিডিও-
#WACTH | Jharkhand: People belonging to various Tribal outfits call an 18-hour bandh in Ranchi to protest against the construction of a flyover near the Sarna Sthal, a sacred tribal religious site. pic.twitter.com/SxlJgkpT3B