নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের কুলু জেলার মণিকরণ সাহিব গুরুদ্বার সংলগ্ন এলাকায় রবিবার ভূমিধস ও গাছ পড়ে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পাঁচজন।
কুলুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানান, গুরুদ্বার সংলগ্ন পার্কিং এলাকায় একটি গাছ উপড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় জারি কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলুর বিধায়ক সুন্দর সিং ঠাকুর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "গুরুদ্বারের কাছে গাছ পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদেহগুলিকে হাসপাতালে আনা হচ্ছে এবং আহতদের চিকিৎসা চলছে। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।"
প্রশাসনিক সূত্রে জানা গেছে, গুরুদ্বার সংলগ্ন পাহাড়ের একটি বড় গাছ প্রবল ঝড় ও ভূমিধসের ফলে উপড়ে যায় এবং রাস্তায় পার্ক করা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ছয়জনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন।
/anm-bengali/media/media_files/fuhKF88Fg6v8JtKnXCsP.jpg)
কুলুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিকাশ শুক্লা জানান, মেডিকেল টিম, পুলিশ এবং রাজস্ব কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। আহতদের চিকিৎসা সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে গুরুদ্বার সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।