সকলকে একবার শীশ মহল দেখার সুযোগ করা উচিৎ! কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

শীশ মহল নিয়ে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা।

author-image
Tamalika Chakraborty
New Update
assam cm

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "আমি বিশ্বাস করি যে 'শীশ মহল'কে একটি জাতীয় জাদুঘর ঘোষণা করা উচিত এবং আমাদেরও এটি একবার দেখার সুযোগ পাওয়া উচিত। যাতে আমি দেখতে পারি যে আমরা 'শীশ মহলের প্রতিরূপ তৈরি করতে পারি কিনা। 'আসামেও দিল্লির একটাই আগ্রহ 'শীশ মহল'। আমি একবার বা দুবার মহল্লা ক্লিনিক দেখতে গিয়েছিলাম, কিন্তু কিছু নেই। আমি ভেবেছিলাম এটি তাজমহলের একটি প্রতিরূপ হবে এখন আমি মনে করি যে এই কেজরিওয়াল জি দিল্লিতে তৈরি করেছেন তা হল 'শীশ মহল' এবং আমি যখনই পাব সেখানে একবার দেখার চেষ্টা করব। আমি সব মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি একবার 'শীশ মহল' দেখার সুযোগ দেওয়া হোক।"

Kejriwal