পুস্পা ২ এর প্রিমিয়ারে নিহত মহিলার পরিবারকে ৫০ লক্ষ টাকার চেক প্রদান

মিলল ক্ষতিপূরণ।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ ' পুষ্পা ' ২-এর প্রযোজক নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর তেলেঙ্গানার মন্ত্রী কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডির উপস্থিতিতে ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের সময় নিহত মহিলার পরিবারকে ৫০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।