নিজস্ব সংবাদদাতা: গুজরাটের বানসকন্ঠা জেলার দিসা শিল্প এলাকার একটি কারখানায় বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। তাতে ৫ শ্রমিক নিহত হয়েছে বলে জানান কালেক্টর মিহির প্যাটেল।
এবার দিসার ওই কারখানায় আগুন এবং বিস্ফোরণের বিষয়ে বানসকন্ঠার কালেক্টর মিহির প্যাটেল দিলেন তথ্য। তিনি বলেছেন, "এখন পর্যন্ত কারখানার ধ্বংসাবশেষ থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুরো আরসিসি স্ল্যাবটি ভেঙে পড়েছিল। ত্রাণ দল ধ্বংসাবশেষ অপসারণ করছে। এই ঘটনায় আহত ৪ জনের অবস্থা স্থিতিশীল। পুলিশ তদন্ত শুরু করেছে, এফএসএল টিম আরও তদন্তের আহ্বান জানিয়েছে"।
/anm-bengali/media/media_files/2025/04/01/9X5t6TwIdCzMgwtAMBIY.PNG)