নিজস্ব সংবাদদাতা: বসন্তের শান্ত হাওয়া, আগুন রঙা পলাশ, আবিরের খেলা, দোল শুনলেই এক লহমায় চোখের সামনে ভেসে ওঠে শান্তিনিকেতন। শনিবার দোল পূর্ণিমায় সকাল থেকেই বেজে চলেছে, 'ওরে গৃহবাসী...', 'খোল দ্বার খোল...', 'লাগল যে দোল...' ৷ রবিঠাকুরের গ্রামের আশপাশ পলাশ রাঙা হয়ে উঠলেও, অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেক অংশে কম।
মঙ্গলবার, ১১ মার্চ বসন্তোৎসব পালন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে এদিনও শহরের বিভিন্ন জায়গায় রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের তালে আবির খেলায় মাতলেন মানুষজন ৷ রতনপল্লী, সোনাঝুরি জঙ্গল, কোপাই নদীর তীরে নিজেদের মধ্যে উৎসব উদযাপন করছেন সকলে ৷ যদিও অন্যান্য বারের তুলনায় এবার লোকজন অনেকটাই কম। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন, বহিরাগতদের তাণ্ডব থেকে হেরিটেজ রক্ষা করতে দোলের দিন বসন্তোৎসব উদযাপন না-করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী। স্বাভাবিক ভাবেই এবছর ভিড় অনেকটাই কম।
/anm-bengali/media/media_files/2025/03/09/leajtqNQKUP48zmIcrpS.jpg)