নিজস্ব সংবাদদাতা : আজ ভারতজুড়ে রঙের উৎসব হোলি আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে। উত্তর প্রদেশের গোরক্ষপুরে হোলির আনন্দ আকাশ ছুঁচ্ছে। রাস্তায় মানুষ একে অপরকে রঙ মাখিয়ে আনন্দে মেতে উঠেছে। সবার মাঝে খুশি আর মিলনমেলায় হোলির উৎসব উদযাপন হচ্ছে।
#WATCH | Festival of colours - #Holi is being celebrated with great fervour and enthusiasm across India; visuals from Uttar Pradesh's Gorakhpur pic.twitter.com/ZpVB1Je1tf