নিজস্ব সংবাদদাতা : নিউজিল্যান্ডে এবার হোলি উদযাপন এক বিশেষ মুহূর্তে পরিণত হয়েছে। নিউজিল্যান্ডের ইসকন ভক্তদের সাথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনও এই উদযাপনে অংশগ্রহণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাধারমণ দাস তার 'X' হ্যান্ডেলে পোস্ট করে এই সুন্দর মুহূর্তের কথা সবাইকে জানিয়েছেন। রাধারমন দাস সবাইকে হোলির আনন্দে মেতে ওঠার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছেন, হোলি হোক একতা ও প্রেমের উৎসব।
/anm-bengali/media/media_files/2025/03/14/RFFUc8YTqMTKGONPm3Nw.jpg)