নিজস্ব সংবাদদাতাঃ কথায় কথায় রেগে যান ? অত্যধিক রাগ দেখান ? জানেন কি অত্যধিক রাগে আপনার হতে পারে শারীরিক ক্ষতি। ডাক্তাররা জানাচ্ছেন যে, কয়েক মিনিটের রাগেও বিপন্ন হতে পারে প্রাণ। বিকল হতে পারে হৃদযন্ত্র। হঠাৎই রক্তক্ষরণ শুরু হতে পারে মস্তিকে।