নিজস্ব সংবাদদাতা: বর্তমান পরিস্থিতিতে শরীর খারাপ হওয়া স্বাভাবিক। তাই শরীর ভালো রাখতে নিয়মিত ফল খান। আর অবশ্যই নিয়মিত খান কলা।
/anm-bengali/media/media_files/Ekt5LUtSNS9LnW8kY1i1.jpeg)
কলা হজম, হার্ট, হাড় এবং কিডনির স্বাস্থ্যের উন্নতি করে, অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াই করে। তাই শরীর ভালো রাখতে নিয়মিত কলা খান।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)